ইউনিয়ন ভূমি অফিসের প্রধান কার্যাবলী:
১।রেকর্ড সংরক্ষণ ও ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারণ ও আদায়।
২।সরকারী জমির রক্ষণাবেক্ষণ করা।
৩।মামলার এস এফ প্রদান ও স্বাক্ষী প্রদান।
৪।সরকারী ভূমির উপর অবস্থিত যে কোন সম্পত্তি রক্ষণাবেক্ষ ও তদারক করা।
৫।হাট পেরি ফেরির সময় সার্বেয়ারকে সহায়তা করা।
৬।খাস আদায় ও সংরক্ষণ করা।
৭।সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ পালন করা।
৮। ভিজিএফ কার্ড তদারক, বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী তদারক করা,স্যানিটেশন রিপোর্ট,
পূজার বা সরকারী জাতীয় দিবসের দায়িত্ব পালন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস